তুমি যাকে ভালবাসবে তার সব টাই নিয়ে ভালোবাসবে,তার ভালো দিকটাকে ভালোবাসবে আর খারাপ দিকটাকে ভালোবাসবে না তা তো হয় না, অতীতটাকে যেমন মেনে নিবে বর্তমানটাকে ও মেনে নিবে, ভবিষ্যৎটাকে ও ভালোবাসবে, আমার কাছে এডজাস্টমেন্ট মানে হেরে যাওয়া নয়, আমার কাছে এডজাস্টমেন্ট মানে সুন্দর করে বেঁচে থাকা।
তুমি ভালো কিছু দাও জীবন তোমাকে দ্বিগুণ করে ফিরিয়ে দিবে...